🦋⃟🖤⃝𝙎hu Vo 😎🔪 :
আসলেই নিজের জন্য এখন অনেক বেশি মায়া হয়… আমি তো এমন ছিলাম না…"
এক সময় নিজেকে অনেক শক্ত ভেবেছিলাম। হাসতাম, স্বপ্ন দেখতাম, ছোট ছোট জিনিসে খুশি হতাম। নিজের দুঃখগুলোও লুকিয়ে রাখতাম, যেন কেউ না জানে, আমি কষ্ট পাই। অথচ আজ… আজ আমি ভাঙা, নিঃস্ব, কেমন যেন একটা অচেনা আমি হয়ে গেছি।
এখন আয়নায় তাকালেও আগের সেই চেনা মুখটা খুঁজে পাই না। চোখে সেই আলো নেই, মুখে সেই প্রাণ নেই… কেবল এক ক্লান্ত, নিঃশব্দ মুখ। নিজেকে দেখে এখন মায়া লাগে—এই আমি কি সেই আমি, যে একদিন স্বপ্নে ডুবে থাকত?
সময়, মানুষ, বিশ্বাসভঙ্গ—সব মিলিয়ে নিজের অনেকটাকে হারিয়ে ফেলেছি। অনেক কিছু সহ্য করেছি চুপচাপ, হয়তো কারও জন্য, হয়তো ভালোবাসার জন্য, অথবা হয়তো নিজেরই কোনো ভুল আশার কারণে। কিন্তু দিনশেষে যে আমি দাঁড়িয়ে আছি—সে আমি আর আগের মতো নেই।
আমি এখন একটু বেশি চুপচাপ, একটু বেশি ভেবে ফেলি, একটু কম বিশ্বাস করি, একটু বেশি কাঁদি রাতের বেলায়… আর নিজের অস্তিত্বটাই এখন মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তবুও, সব কষ্ট, সব অপমান, সব একাকীত্বের পরেও একটা জিনিস রয়ে গেছে—নিজের প্রতি একটু মায়া। কারণ বাকিরা তো শুধু চলে যায়… কিন্তু আমি নিজেকে নিয়ে এখনো প্রতিদিন বেঁচে থাকি।
নিজের জন্যই এখন বাঁচতে ইচ্ছে করে… শুধু একদিন যেন বলতে পারি—"আমি ফিরে এসেছি, আবার নিজের মতো করে।"💔😅
2025-09-02 17:30:57