ময়মনসিংহ এর ছেলে মাতাল রাজা :
:আমি ঠকিনি, কারণ আমি মন থেকে ভালোবাসতে পেরেছিলাম।
ঠকেছে সে, যে আমার ভালোবাসার দাম বোঝেনি,
আমি যদি ঠকেও থাকি, সেটা ক্ষতি নয়, কারণ ভালোবাসা কোনো দিন ক্ষতি হয় না। যে ভালোবাসতে জানে, সে হারতে জানে না হারিয়ে যায় সেই, যে বুঝতে শেখে না।
আমি চোখের জল ফেলেছি, সে হাসি দেখেছে, আমি রাত জেগেছি, সে নিশ্চিন্তে ঘুমিয়েছে তবু বলবো, আমি ভাগ্যবতী, কারণ আমি নিঃস্বার্থ ছিলাম।
যে ভালোবাসা বোঝে না, সে-ই সবচেয়ে গরীব, কারণ ভালোবাসা ছাড়া মানুষ কিছুই না!
একদিন সে-ও বুঝবে, কতোটা বড় ভুল করেছে, কিন্তু ততদিনে আমি অনেক দূরে, অনেক সুখে কারণ ভালোবাসতে পেরেই আমি জিতেছি ঠকেছে সে, যে ভালোবাসা বুঝেনি...//❤️🩹😅
2025-09-03 09:31:19