@p_prity123: আপনাকে বুঝাইতে পারলাম না; আপনাকে আমি কতোটা ভালোবাসি! আফসোস! আমার গোপন ব্যাথা আপনাকে দেখাইতে পারলাম না! আপনাকে বুঝাইতে পারলাম না আপনাকে ভালোবেসে নিজেকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি! আপনি একটিবারের জন্যও পিছন ফিরে তাকালেন না, চোখ দুটো মেলে দেখলেন না! এই যে আপনাকে পাইলাম না আমি যেন সেই শৈশবের অবুঝ শিশু; কেঁদে বুক ভাসাইলাম! দেখলেন না কেমনে কেমনে চাইলাম আপনাকে- এই ধরেন বৃদ্ধাশ্রমে মা-বাবা তাদের সন্তানকে যেমন করে কাছে চায়! যেমন করে তাহাজ্জুদ নামাজের শেষে মোনাজাতে চায়; সন্তান না হওয়া অসহায় মা তার কোলজুড়ে সন্তান! যেমন করে চায় বিধবা নারী তার নতুন সংসার, অমন করে আপনাকে চাইছি! আপনাকে চাইলাম খুব করে চাইলাম! যেমন করে ভিক্ষুক চায় দানা, যেমন করে হেদায়েত চাই পাপী! যেমন করে ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে চায় অবুঝ শিশু মায়ের কাছে খাবার; অমন করে আপনাকে চাইছি! নিজেকে নিজেই কত শত যন্ত্রণা উপহার দিলাম! এত কষ্ট সহ্য করে, এত করে চেয়েও আপনাকে হারাইলাম! করুণাময়ের জগতে চাওয়ায় অসুন্দর হয়ে গেলো! না চাওয়ায় সুন্দর...!😊❤️🩹#rprity #trending #fyppppppppppppppppppppppp #foryou #trendingsong #unfrezzmyaccount #foryoupage @TikTok Bangladesh @#foryou