@siam0l: #nnsp 10k views 1k like তোমার থেকে সুন্দর কাউকে চাইনি কখনো। কারণ আমার চাওয়া ছিল রূপের নয়, ছিল এক গভীর অনুভবের। হাজার মানুষ পাশে থেকেও তুমি একজনই ছিলে যাকে চাইতাম নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে। তোমার হাসি, তোমার চোখের ভাষা, তোমার নীরবতাও আমার কাছে ছিল অনন্য। চেয়েছি কেবল তোমাকে, ঠিক যেমন তুমি, ভাঙা গড়া নিয়ে, ভালো-মন্দ সবটুকু সহ। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, যাকে হৃদয় নিংড়ে চাই, তাকেই হয়তো সবচেয়ে দূরের করে রাখে জীবন। আজও ভাবি, যদি চাওয়ায় ভুল না থাকত, তাহলে কি পাওয়াটাও অসম্ভব হতো? তুমি ছিলে, আছো, আর হয়তো থাকবে চাওয়ার একমাত্র ঠিকানা হয়ে, তবু শেষ পর্যন্ত এই সত্যটাই পোড়ায় তোমার থেকে সুন্দর কাউকে চাইনি, আর চাইবো না ,চাইছি কেবল তোমাকেই... কিন্তু তাও পেলাম না আমার অপেক্ষার কোনো মূল্যই রইল না শেষে। ওর কাছে ভালোবাসা ছিল হয়তো সময় কাটানোর নাম আর আমার কাছে ছিল জীবন গড়ার প্রেরণা। আজও মনে হয়- যদি কথা রাখত! তাহলে হয়তো আমার জীবনটাও অন্যরকম হতো 😅🙏 #everyone #humortiktok #ভাইরাল_করে_দাও #foryou
N. N. S. P. (Siam) 💞
Region: BD
Tuesday 02 September 2025 12:10:11 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @siam0l, please go to the Tikwm
homepage.