দুঃখ বিলাস...! 💔🥀 :
@দুঃখ বিলাস...! 💔🥀:তুমি জানো না, আমি কত নিঃশব্দে তোমাকে ভাবি, অন্ধকার রাতের নীরবতায় শুধু তোমারই ছায়া খুঁজি। স্বপ্নের ভেতর তোমাকে ছুঁতে চাই, বাস্তবের প্রতিটি মুহূর্তে তোমাকে পেতে চাই।
তুমি জানো না, কত রাত আমি জেগে কাটাই শুধু তোমার নাম ধরে, শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবি-যদি তারা গুলো জানত আমার ভালোবাসার গভীরতা, তবে তারাও হয়তো তোমার নামেই জ্বলজ্বল করত।
তুমি জানো না, তোমাকে ছাড়া আমার ভেতরটা কেমন ভাঙা, তুমি না থাকলে পৃথিবীটা কেমন শুন্য লাগে। তুমি আমার আনন্দের সুর, দুঃখের প্রলেপ, তুমি আমার অদৃশ্য প্রার্থনা, অন্তহীন ভালোবাসার নাম।
তুমি জানো না... আমি তোমাকে কতটা ভালোবাসি, ভালোবাসি এমনভাবে যা সময়, দূরত্ব কিংবা নিয়তিও বদলাতে পারবে না। তুমি আমার নিঃশ্বাসে লুকানো কবিতা, তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি।
2025-09-08 16:32:00