@golpokar_009: আহ মানুষ, জয় পরাজয়ের অনন্ত শেকলে বন্দী মানুষ, যারা সব প্রতিযোগিতায় জয়ের পুরষ্কার হিসেবে পায় তাদের মৃত্যু। আমি সবকিছু জিতেছি আর জিতে জেনেছি কি জঘন্য এই জয়ের আনন্দ, কি বিস্বাদ তার পুরষ্কার, জীবনে কিছু পেলাম না বলে অপেক্ষায় থাকি মৃত্যুর পুরষ্কারের, হায় হতচ্ছাড়ার দল, তোমরা মরবে আবার তোমাদের পুরষ্কারের নিচে চাপা পড়ে,এবং তোমরা তখন এতই মৃত যে তা বোঝার মতো কোনো ক্ষমতা নেই তোমাদের।😅❤️🩹 #golpokar_009