তোমাকে আমি চিরকাল মনে রাখবো।
তোমাকে আমি চিরকাল মনে রাখবো। সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায়, ভুলে যাওয়া যায়, তবুও কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে-একটি নীরব অনুভূতি হয়ে। তুমি সেই মানুষ, যাকে আমি কোনো দিন ভুলতে পারব না। তোমার ভালোবাসা, তোমার উপস্থিতি, আর সেই নিঃশব্দ সহচর্য-সব কিছুই আমাকে গড়ে তুলেছে।
ভালোবাসা কীভাবে অনুভব করতে হয়, তা শিখিয়েছে।
আমি চিরকৃতজ্ঞ থাকব তোমার প্রতি। হয়তো আমরা একসাথে থাকব না, হয়তো জীবনের রাস্তা আমাদের আলাদা করে দেবে, তবুও তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এ হৃদয়ে তুমি থেকে যাবে, সময় যতই পেরিয়ে যাক।
ভালো থেকো, যেখানেই থাকো। তোমার জন্য প্রার্থনা থাকবে সবসময়।
2025-09-05 01:21:10
5
♥️♥️রিয়া ♥️❤️ মনি ♥️♥️ :
তাই নাকি 👌
2025-09-04 02:29:29
6
Sajeeb joy :
ধ্বংস করা হলো সব চেয়ে বড় আনন্দ। তবে এখানে লেনদেন আছে। একটা পাথর দিয়ে আয়না ভাঙার আনন্দ পেতে চাও? তাহলে আয়নাকে হারাতে হবে।
2025-09-28 03:35:25
0
আমি আমার মতো 🤘🤘🤘 :
nice❤
2025-09-15 05:51:12
0
#নোয়াখালী ছেলে# :
আবেগ দিয়ে জীবন চলে না নারী তুমি ধন্য সেরা অভিনয়ের জন্য 😢😢😢