মেসি বিদায়ের কথা কোনভাবেই মেনে নিতে পারতাছিনা .. ফুটবলের রাজা যে আমাদের শৈশব আনন্দিত 😅 প্রতি তাকে বিদায় জানাতে হবে 🥺 ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে যে মানুষটা মাঠে নামলে আমাদের হৃদপিণ্ড বেড়ে যাইতো যার এক একটা গোল ছিল কবিতার মত 😌তার হাসি ছিল আমাদের খুশির ভাষা আজ তাকে বিদায় দিতে হবে 😭 মেনে নিতে হবে কিন্তু মন মানছে না 🥺