MD Mostafizur Rahman Alamin :
🥺❤️🩹তুমি জানতেই পারো নাহ তোমায়, কত ভালোবেসেছি...!"
তোমার প্রতিটি হাসিতে, প্রতিটি চাহনিতে আমি আমার পৃথিবী খুঁজে নিয়েছিলাম। তুমি বুঝতে পারোনি, কত নিঃশব্দ রাত আমি তোমার কথা ভেবে কাটিয়েছি, কত অশ্রু লুকিয়ে রেখেছি চোখের কোণে... শুধুমাত্র তোমার শান্তির জন্য।😅🫶
ভালোবাসা কখনও কখনও চিৎকার করে বলা যায় না, শুধু অনুভব করা যায়... আর আমি সেটা করেছি, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। তুমি জানো না, তুমি আমাকে না বলেও কত কথা বলেছ, কত স্বপ্ন দেখিয়েছ!🥺❤️🩹🌸
তোমার একটা মেসেজ, একটা ছোট্ট মন খারাপ – আমার পুরো দিনের আবহাওয়া বদলে দিত। অথচ তুমি ভাবতে, আমি শুধু 'একজন'... জানো না, আমি কতটা গভীরভাবে তোমাকে ভালোবেসেছি।
আজ হয়তো দূরে আছি, হয়তো আর আগের মতো যোগাযোগ নেই, তবু তোমার নামটা এখনো আমার মুনাজাতে থাকে। হয়তো তুমি কাউকে পেয়েছ, যে তোমাকে ভালোবাসে – আমি চাই সে তোমায় আগলে রাখুক, ভালোবাসুক, কারণ তুমি তার যোগ্য।
শুধু একটা কথাই থেকে যাবে আমার ভিতরে – "তুমি জানতেই পারো না, তোমায় কত ভালোবেসেছি..."💔😅🥀তোমার ভালোবাসা একটা চাকরী। যার ডিউটি হলো কান্না, বেতন হলো দুঃখ, বোনাস হলো মানসিক কষ্ট, বার্ষিক আয় হলো রেখে যাওয়া স্মৃতি 😅🥀
2025-09-05 17:58:26