🎀 jisan-trader (Fx) 🎀 :
তোমার চলে যাওয়ার পর জীবনটা একটা উপন্যাসের মতো হয়ে গেল। 💔 একটার পর একটা অধ্যায় আসছে, কিন্তু কোনোটাতেই আর আগের মতো আনন্দ নেই। 😔 শূন্যতা আর বিষাদের কালো মেঘে ঢাকা আমার আকাশ। ☁️সবাই প্রশ্ন করে, "তুমি কেন এমন?" 🤔 কিন্তু তারা জানে না, আমার মাঝে যা কিছু ভালো ছিল, তার সবকিছুই তুমি নিয়ে গেছ। 😞
তুমি যখন ছিলে, আমার জগৎটা ছিল রঙিন। 🌈 আমরা একসাথে হাসতাম, গল্প করতাম। 😂 ছোট ছোট মুহূর্তগুলো ছিল জীবনের সবচেয়ে বড় উপহার। 🎁 আজ সেসব শুধু স্মৃতি। 😢 আমার হাসিটা এখন একটা মুখোশ, যা দিয়ে আমি ভেতরের কান্নাটাকে আড়াল করি। 🎭
যদি আমার মূল্য জানতে চাও, তবে আমাকে না পাওয়া মানুষটাকে জিজ্ঞেস করো। 🗣️সে জানে, কতটা গভীর ছিল আমার ভালোবাসা, কতটা তীব্র ছিল আমার অনুভূতি। ❤️সে জানে, আমি কতটা নিঃস্ব হয়েছি তোমার ভালোবাসার অভাবে। 🥀 সে বলবে, আমার জীবনটা আসলে একটা অসমাপ্ত উপন্যাস, যেখানে তোমার চরিত্রটা আর নেই। 📖
তোমার স্মৃতি আমাকে তাড়া করে ফেরে। 👻 এই শহর, এই রাস্তা, এই বাতাস, সব কিছুতেই তুমি আছো। 🏙️কিন্তু আমি জানি, চাইলেও আর তোমাকে পাবো না। 🚫 আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 💔 হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। 😊 হয়তো আমার জীবনে নতুন কোনো গল্প আসবে। ✨ কিন্তু সেই গল্পের প্রতিটি পাতায় তোমার ছায়া থাকবে, যেমন থাকে একটি উপন্যাসের প্রথম আর শেষ অধ্যায়ে। ✒️
2025-09-06 16:44:29