EMON :
ভদ্র ঘরের মেয়ে তো ভাই..!
তাই সে আমার কথা রাখতে পারে নাই, তাঁকে দোষ দিবো কি করে, আমাকে হারানোর ভয়ে তাঁকে কান্না করতে দেখছি, তাঁর কান্না মিথ্যা না সত্যি তা জানি না, কিন্তু সে এক সময় আমাকে হাজার বার ভালোবাসি বলতো, যে কিনা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, একটা দিন কথা না বললে পাগল হয়ে যাইতো, অথচ এখন আমাদের কোনো যোগাযোগী নাই, সে হয়তো কখনোই জানবে না, তাঁর ছেড়ে যাওয়া আমাকে কতোটা ভেঙ্গেছে, যাকে হাজার মানুষ চাইতো তাঁকেও কেউ একজন ছেড়ে গেছে, ভাবতেই কেমন লাগে, সে নিজেই আসলো আবার নিজেই ছেড়ে চলে গেলো, তাঁকে খারাপ বলবো কিভাবে তাঁকে আমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছি যত্নে আগলে রেখেছি, যাকে আমি ভালোবাসি সে কখনোই খারাপ হতে পারে না, মানুষ বলে সম্পর্ক বিচ্ছেদ হলে নাকি Ex হয়ে যায়, আরে সে তো আমার ভালোবাসা ছিলো সে কিভাবে আমার Ex হতে পারে, আরে সে তো আমার না পাওয়া ভালোবাসা ছিলো, বলতে গেলে সে আমার রাজ্যের না হওয়া মহারানী, ভালো থেকো তুমি যেখানেই থাকো ভালো এবং সুস্থ থাকো এটাই চাই, তোমায় পাই নাই তো কি হইছে, আমাদের ভালোবাসা তো মিথ্যা ছিলো না, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবো, আমাকে মনে রাইখো ভুলে যেওনা প্লিজ, ভালো থেকো নিজের খেয়াল রাইখো আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ..! 😭❤️🩹
2025-09-09 15:25:09