Shamim卝Ah'med :
তার কাছে টাকা-পয়সা, ধনসম্পদ, গাড়ি, বাড়ি কিছুই চাইনি, শুধুমাত্র তাকে চেয়েছিলাম।তাকে তো শুধু আমি আমার জন্য চাইনি আল্লাহর ইবাদতের জন্য চেয়েছিলাম। তার কাছে তো আমি বড় কিছুর আবদার করতাম না, তার কাছে শুধু তাকেই আবদার করতাম,তার কাছে শুধু একটু সময়ের আবদার করতাম, তার কাছে একটু ভালোবাসার আবদার করতাম, তার কাছে একটু যত্নের আবদার করতাম, আমার চাওয়া অল্প ছিল,কিন্তু তার কাছে হয়তো এগুলোই বেশি হয়ে গেছে, কিন্তু একটা আফসোস হয়, যার কাছে আমি একটা সময় সবকিছু ছিলাম আজ তার কি একটু আমাকে মনে পড়ে না?
সে তো সারাক্ষণ আমাকে বলতো তোমাকে ছাড়া আমার হবে না চলবে না, তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, তুমি আমার একমাত্র শখের নারী, আজকে তারে শকের নারীটার কথা মনে পড়ে না?
হয়তোবা সে এখন আমাকে ভুলে আছে, কিন্তু তার একটা সময় আমাকে খুব মনে পড়বে, সে আমাকে দেখতে চাবে,সে আবার আমাকে পাওয়ার জন্য আবদার করবে, এরকম একটা সময় ইনশাল্লাহ আসবে, আসতে হবেই।
একটা সময় ঠিকই বুঝতে পারবে, তার কাছে আমার চাওয়া বেশি ছিল না, তখন সে বুঝতে পারবে, সত্যিকারের ভালোবাসা কোনটা....! 🙂❤️🩹
2025-09-09 08:57:34