ছোট নবাব :
@🎀 𝕊𝕚𝕒𝕞 🎀:আর ফেরার প্রয়োজন নেই, ভুলে গেছি তোমায়!!
তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার অপেক্ষায় থাকব, তোমাকে ভোলার চেষ্টা করলেও পারব না। কিন্তু বাস্তবতা হলো, মানুষ সব ভুলে যায়। যত গভীর ভালোবাসাই হোক না কেন, অবহেলা আর কষ্ট একসময় সেই ভালোবাসাকে মুছে দেয়। আমিও ভুলেছি। কষ্ট পেয়েছি, ভেঙেছি, কেঁদেছি' কিন্তু আজ আর তোমার জন্য আমার ভেতরে কোনো অনুভূতি নেই। তোমার আর ফেরার প্রয়োজন নেই। কারণ আমি আর তোমার জন্য অপেক্ষা করি না। তুমি আমার জীবনের যে জায়গায় ছিলে, সেটা এখন খালি নেই সেটা আমি শক্ত হয়ে বন্ধ করে দিয়েছি। এখন সেখানে শুধু আমার নিজের আত্মসম্মান আর নতুনভাবে বাঁচার ইচ্ছা।
তুমি যদি হঠাৎ ফিরে আসতেও চাও, তাতে কিছুই বদলাবে না। কারণ আমি শিখে গেছি, যে একবার ফেলে যায়, তার ওপর আর ভরসা করা যায় না। তুমি হয়তো আমার অতীতে থাকবে, কিন্তু আমার বর্তমান কিংবা ভবিষ্যতে তোমার কোনো জায়গা নেই। একসময় তুমি ছিলে আমার জীবনের প্রতিটি সুখের কারণ। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে ছিল অমূল্য। তোমার সাথে কথা না বললে আমার দিন অসম্পূর্ণ মনে হতো। তোমার অভিমান ভাঙাতে গিয়ে আমি বারবার ভেঙে পড়তাম। অথচ তুমি কখনো ভাবোনি আমার কষ্টের কথা। যতটা আমি তোমাকে আগলে রেখেছিলাম, ততটাই তুমি আমাকে অবহেলা করেছিলে। হাজার'বার মনে হয়েছে তুমি ফিরে আসবে। কিন্তু আসোনি। তখন বুঝলাম, তোমার ওপর ভরসা করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। একসময় তোমার অবহেলায় আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু সেই অবহেলাই আমাকে শক্ত হতে শিখিয়েছে।
আজ তুমি আমার কাছে শুধু অতীত, শুধু স্মৃতি। তোমার নাম শুনলেও আর বুক কাঁপে না, তোমার মুখ মনে পড়লেও আর চোখে জল আসে না। আজ আমি বদলে গেছি। আমি শিখেছি, আত্মসম্মানই সবচেয়ে বড় জিনিস। যে আমাকে ফেলে যেতে পেরেছে, যে আমাকে কষ্ট দিতে দ্বিধা করেনি, তার জন্য অপেক্ষা করে থেকে আমার কোনো লাভ নেই। তুমি যদি আজও ফিরে আসতে চাও, আমি জানিয়ে দিতে চাই.. আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। কারণ আমি সত্যিই ভুলে গেছি তোমায়। মানুষের জীবন থেমে থাকে না। আমিও থেমে থাকিনি। হয়তো তুমি ভেবেছিলে আমি তোমার জন্য সারাজীবন কাঁদব, কিন্তু না-আমি শিখেছি ভাঙা হৃদয় নিয়েও বাঁচা যায়। তাই আজ তোমার উদ্দেশ্যে শুধু এই কথাটাই বলি....
আর ফেরার প্রয়োজন নেই... ভুলে গেছি তোমায় !!!
2025-09-11 17:30:20