⚡️محمود••_🤍 :
আমি ভুলে গিয়েছিলাম যে চোখে আমার জন্য কোনো কষ্ট ছিলো না, যার কথায় আমার ভালোবাসার ছোঁয়া ছিলো না, যে সম্পর্কে পাইনি কোনো বিশ্বাসের অশ্রুতা,সে তো আমাকে কখনো ভালোই বাসেনি, আমি তার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলাম, নিজেকে হারিয়ে দিয়েছিলাম শুধু একবার, তার আপন হওয়ার আশায় সে বলতো ভালোবাসি, কিন্তু সে কথার মাঝে ছিলো না কোনো অনূভুতি, ছিলো না কোনো প্রতিশ্রুতি, শুধু ছিলো সময় কাটানোর অভিনয়, আজ বুঝি আমি ভালোবাসায় ছিলাম সত্যি, আর সে ছিলো এক অভিনেত্রী যে আমার আবেগকে ব্যবহার করেছে আমার বিশ্বাস ভেঙেছে , আমি হারিয়েছি নিজেকে আত্মসম্মান কে শাক্তিকে কিন্তু আজও ঘৃণা করতে পারিনি তাকে, কারণ আমি সত্যিই ভালোবেসে ছিলাম....! 🤍🥺
2025-09-11 01:57:50