Mohammed Himel :
@প্রেমহীন জীবন:সে আর আমার নেই,আমি এটা মানতে পারছি না,নাকি আমাকে ছাড়াই সে ভালো আছো,সেটা মানতে পারছি না, আমি জানিনা,আমি হারিয়ে ফেলছি তারে,সেদিন থেকে আজ পর্যন্ত বুকের বা পাশের ব্যথাটা একটুও কমে নি আমার💔আমি তাকে প্রচন্ড মিস করি😥আমি চাই সে ভালো থাকো,কিন্তু যখন আমার মনে হয় না সে আমাকে ছাড়া ভালো থাকতে পারে না,তখন বুকের ব্যথাটা ভয়ংকর ভাবে তীব্র হতে শুরু করে,তার উপর আমার এক আকাশ অভিমান,কেন জানি মনে হয় সে আমাকে ভুলে গেছে,ভুলে গেছে সেই সব দিনগুলোর কথা,তার কোন কিছুতেই আমি নেই😥তার কাছে আমার এই চিঠি কাগজে কলমে না মনে মনে, সে কি শুনতে পায়,শুনতে যদি পায় তাহলে শেষ একটা প্রশ্ন,আমার কথা কি তার একটুও মনে পড়ে না.?💔😔
2025-09-10 16:50:18