❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমি আর বেশি দিন বাঁচবো না—এই ভাবনাটা এখন আর ভয় লাগে না, বরং এক ধরনের শান্তি দেয়। কারণ যতদিন বাঁচি, ততদিন শুধু তোমার চিন্তায় পুড়তে হয়। রাত গভীর হলে ঘুম আসে না, বিছানা যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে—যেখানে আমি তোমার স্মৃতির সাথে হেরে যাই বারবার।
সবাই ভাবে আমি ঠিক আছি, হাসি-ঠাট্টা করি, বাইরে স্বাভাবিক চলাফেরা—but ভেতরে একরাশ ঝড়, একরাশ অভিমান। কারো সঙ্গে ভাগাভাগি করার মতো সাহস নেই, আর থাকেও না। তুমি জানো না, তুমি থাকো না, তবুও তুমি আছো—আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার প্রতিটা নীরবতায়।
ভালোবাসা কখনো শেষ হয় না, এটা শুধু রূপ বদলায়। আমি বেঁচে আছি ঠিক, কিন্তু শুধু শরীর নিয়ে। মন, আত্মা—সবই তোমার কাছে রেখে এসেছি। এখন শুধু অপেক্ষা করছি, কখন সবকিছু ছেড়ে তোমার কাছেই ফিরে যেতে পারবো। কারণ সত্যি বলছি, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কিছুই আমার প্রিয় নয়।
যদি কোনোদিন জানতে, কতোটা ভালোবেসেছিলাম, কতোটা ভেঙে গেছি তোমার জন্য—তাহলে হয়তো একটু থেমে যেতে তোমার পথচলা... কিন্তু তুমিতো জানোনি, হয়তো জানতেও চাওনি।
তবুও ভালোবাসি, নিঃশব্দে... একতরফা... চিরকাল💔😅
2025-09-18 20:29:00