কালা বিলাই :
প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা একটা মানুষ কে মনে করে তার জন্য অপেক্ষা করার যে যন্ত্রণা এই যন্ত্রণা বোঝা যায় সময়ের সাথে সাথে। সময় কখনো থেমে থাকে না, সময় বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। একটা মানুষের সাথে আগে সারাদিন কথা হতো, তার অভাব বুঝতে দিতো না। তার সব কথা মেনে নিতে হতো, তার জন্য কত শত স্বপ্ন সাজানো। এসব এখন কেবল স্মৃতি হয়ে রয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন লক্ষ করা যায় ঠিক তেমনি আমাদের সম্পর্কে ও এমন হয়েছে, তবে তার কোন পরিবর্তন হয় নাই। আমি জানি সে আমাকে ঠকাবে না, অন্য সকল মানুষের মতো সে আমার জীবন টা শেষ করে দিবে না, কিন্তু তবুও ভয় হয় তাকে হারিয়ে ফেলার, তাকে হারিয়ে ফেললে আমার কী হবে এটা মাঝে মাঝে আমি অনুভব করি, তার স্মৃতি নিয়ে কী আমি বাঁচতে পারবো....? এমন টা যখন অনুভব করি তখন পৃথিবীর সব থেকে অসহায় মানুষ বলে মনে হয় নিজেকে। সত্যি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, মুখে যাই বলি না কেন তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। তবে আমি জানি তুমি পরিস্থিতির শিকার তবুও বলবো আমাকে একটু সময় দিও, ভালোবাসার মানুষ কে সময় না দিলে হারিয়ে যায়, তাই তুমি আমাকে হারিয়ে যেতে দিও না।😊💔
2025-09-20 12:12:50