সঁপ্নেঁরঁ রাঁজঁকুঁমাঁরঁ :
পেয়ে হারিয়েছিলাম তো তাই আফসোস একটু বেশি....!
সবকিছুই যেন ঠিক ছিল, কিন্তু সময়টা হয়তো আমাদের পছন্দ করেনি। মাঝে মাঝে ভাবি, কেন পাই যদি হারাতে হয়? কেন চোখে ধরা পড়ে স্বপ্ন, যদি শেষে তা ভেঙে চূর্ণ হয়ে যায়?
তোমাকে পেয়েছিলাম, সত্যিই পেয়েছিলাম—একটা সময় সবকিছুতেই তুমি ছিলে। প্রতিটা হাসিতে, প্রতিটা কথায়, প্রতিটা পরিকল্পনায় তোমার ছায়া ছিল। তখন বুঝিনি, হয়তো খুব নিজের ভেবেই নিয়েছিলাম তোমায়...
তাই আজ যখন তুমি নেই, এই শূন্যতা, এই নিঃসঙ্গতা কেমন ছুঁয়ে যায় মনটাকে। হারানোর কষ্টটা ঠিক যেমনটা নয়, যতটা কষ্ট দেয়—যে মানুষটা ছিল, সে আর নেই, অথচ তার স্মৃতিগুলো ঠিকই আছে।
সবকিছু ভুলে গিয়েও ভুলতে পারি না। হঠাৎ কোনো গান, কোনো গন্ধ, কোনো পুরোনো ছবি আবার সেই সময়টায় ফিরিয়ে নিয়ে যায়... আর তখনই আফসোসটা বুকের ভেতর চেপে বসে—
'পেয়ে হারিয়েছিলাম তো তাই আফসোস একটু বেশি...' 🥀💔"
2025-09-20 06:01:42