💞 Queen Shila 💞 :
আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবাসি,, সেই ছেলেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি যানতাম না সেই ছেলে বিবাহিত ছিলো,,, ১বছর ৯ মাস পরে যানতে পাই সে বিবাহিত,,,, কিন্তু আমি তাকে কেমন ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে আমাকে সে,,,,, সে বিয়ে করতে চায় আমাকে,,,, কিন্তু আমি কখনো ভুলতে পারবো না,, সে আমার প্রথম ভালোবাসা,,, অনেক কষ্ট নিয়ে তার জীবন থেকে চলে এসেছি,, এখনো কান্না করি তার জন্য ,,, সেই কান্না করে,,, আর সব চেয়ে বড় কথা আমি একটা মেয়ে হয়ে আরেক টা মেয়েকে ঠকাতে পারবো,,, তার বউয়ের জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি,,,, না হলে হাজার কষ্ট করে হলেও তাকে আমি আমার নিজের করে রাখতাম
2025-09-22 04:17:29