@🖤Md. Sagor🖤:আজ থেকে ১০০ বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন ২১২৫ সাল..!😄
আমাদের প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে।😅
ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড় গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে।
আর আমাকে....??? খুব কম জনই হয়তো স্মরণে রেখেছে, হয়তো কেউ ভাবেও না, তাদের হাতে সময় নেই। আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন, আপনার দাদির দাদিকে কি আপনার কখনো মনে পড়ে??
গত হওয়া অসংখ্য প্রজন্মকে আমরা তোকে জীবন লাভ করেছি। তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এ জীবন।😊🌸