@sabrin.sneha1: Almost 1.5 বছর পর এই শাড়ি এবং এই গানে video দিচ্ছি।এমনেতে তো এই শাড়ি আমার আম্মুর কিন্তু,আমার জীবনের অনেক special একটা দিনে এই শাড়িটি পরেছিলাম।এরপর আর পড়ি নাই আজকে যখন এই শাড়ি নামাচ্ছিলাম খারাপ লাগছিলো emotional হয়ে গিয়েছিলাম।কিন্তু নিজেকে মানিয়ে পড়েছি।আর পড়ার পর-ই সামনে এই গান আসে।গান এবং শাড়ি দুটোর-ই same story,দুটোই আমার জন্য অনেক special ছিলো। সেই সময় চলে গেছে আমি এইটা মেনে নিতে পারতাম না হয়তো এখনো পারি নাই।তবে আমি সেই শাড়ি পড়ে এবং যে গান আমি এখনো পর্যন্ত শুনতাম না memories hit করবে বলে আজকে সেই গানে video upload করলাম।