J_A_ka_Ri_A :
আমি হেরে গেছি, কিন্তু ভালোবাসায় নয়...
আমি হেরে গেছি সেই যুদ্ধে, যেখানে তুমি কষ্ট দিয়ে গেছো, আর আমি হাজারটা কষ্ট সহ্য করেও তোমাকে ছেড়ে যেতে পারিনি। তুমি যতই আমাকে আঘাত দাও, আমি তবুও তোমার নাম ধরে দোয়া করেছি, প্রার্থনায় রেখেছি, যেন তুমি ভালো থাকো।
তুমি এখন বদলে গেছো, অচেনা হয়ে গেছো, তোমার চোখে আমি আজ একেবারে অজানা একজন মানুষ... তবুও আমি এখনো দিনের শেষে সেই পুরনো চেনা ভিড়ের ভেতর তোমাকেই খুঁজি, আশা করি একদিন হঠাৎ করে তুমি সামনে এসে দাঁড়াবে... যেন পুরনো ভালোবাসাটা একটু হলেও চোখে-মুখে ভেসে উঠবে! আমি তো চেয়েছিলাম শুধু তোমার পাশে থাকতে, তোমার ভালোবাসায় হারিয়ে যেতে কিন্তু তুমি বুঝলে না, তুমি শুধু চলে গেলে...
আর আমি আজও দাঁড়িয়ে আছি সেই জায়গায়, যেখানে শেষবার তুমি বলেছিলে, 'ভালো থেকো'... আমার ভুল ছিল ভালোবেসে ফেলেছিলাম তোমাকে নয়, ভুল ছিল এই যে, কষ্ট পেয়েও আজও তোমাকে ভুলতে পারিনি। তুমি হারিয়ে গেছো, আমি তোমায় ধরে রাখতে পারিনি... তবুও আজও তোমার জন্য মনটা কাঁদে, প্রতিদিন তোমার সেই মুখটা খুঁজে ফিরি, হয়তো কেউ একদিন বুঝবে, কী ভয়ংকর সুন্দর ছিল এই একতরফা ভালোবাসা!❤️🩹💔
2025-09-24 16:42:16