❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমার মনের সবচেয়ে বড়ো অভাব হইলো এখন, আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না!
কিছু অনুভূতি এমন হয়, যা মনের মধ্যে জমে থাকে, অথচ ঠিক কিভাবে প্রকাশ করা উচিত, সেটা বোঝা যায় না। সময় যখন চলে যায়, মানুষের মধ্যে যন্ত্রণা, অস্থিরতা, আর একাকীত্ব বাড়ে—তখন মনে হয়, কেন কেউ নেই যে এসব অনুভূতি আমার সাথে শেয়ার করবে? আমি হয়তো কিছু বলতে চাই, কিন্তু ভয় লাগে—কারণ জানি, কেউ আমাকে সঠিকভাবে বুঝবে না। অথবা, যদি কেউ বোঝেও, তারা কি সেটা ঠিকভাবে গ্রহণ করবে? কীভাবে জানানো যায়, যে মনের গভীরে যেসব প্রশ্ন আছে, সেগুলো মাঝে মাঝেই আমাকে নিঃশেষ করে ফেলে?
আমার সবচেয়ে বড় অভাব এখন, আমি আর কারোর সাথে সম্পূর্ণ মন খুলে কথা বলতে পারি না। কোনো একজন বন্ধু, প্রিয় মানুষ, বা এমন কেউ—যে আমার অস্পষ্ট ভাবনাগুলো, ছোট ছোট দুশ্চিন্তাগুলো শুনে আমাকে অবলম্বন দেবে। এতদিন আমি চেষ্টা করেছি, নিজের ভেতর রাখার, নিজের সাথে সামলে নেওয়ার—কিন্তু জানো, কিছু কিছু মুহূর্তে অনুভূতিগুলো কেবলই ঢেকে রাখা যায় না।
মনে হয়, আমি যদি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারতাম, যদি আমার মনের গহীনে থাকা প্রতিটি ক্ষুদ্রতম অনুভূতি কাউকে বলতে পারতাম, তবে হয়তো কিছুটা হালকা হতাম। কিন্তু এখন, এটা একটা শূন্যতা হয়ে দাঁড়িয়েছে, এক অদ্ভুত একাকিত্বের মাঝে, যেখানে আমি নিজেই নিজের মধ্যে হারিয়ে যাচ্ছি।
কখনো কখনো আমার কষ্টগুলোকে অন্যদের সামনে খোলামেলা করে বলার ইচ্ছা হয়। শুধু একটি মানুষকে চাই, যে আমার কষ্টগুলো শুনে, আমাকে কোনো সমাধান না দিয়ে, শুধু আমার অনুভূতিগুলোর সাথে এক হয়ে থাকবে। যখন আমি বলি, “আমি ভালো নেই,” তখন কেউ যদি আমাকে শুধু শোনে, তার ভালোবাসা আর সহানুভূতির হাত দিয়ে আমার মনের গলা বেঁধে আমাকে একটু শান্তি দিতো—তাহলে হয়তো আমি নিজের এই শূন্যতা থেকে কিছুটা মুক্তি পেতাম।
কিন্তু যখন চারপাশে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত থাকে, যখন তাদেরই তো অনেক কিছু বলতে আছে, তখন আমার মতো একা হয়ে যাওয়া মানুষটা কোথায় যাবে? কখনো কখনো মনে হয়, পৃথিবীতে একমাত্র আমারই হয়তো এমন অভাব। এই অভাব এক ধরনের নিঃসঙ্গতা, যা তোমাকে কষ্ট দেয়, কিন্তু কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, যেটা একে পুরোপুরি প্রকাশ করতে পারে।
তবে আমি জানি, একদিন হয়তো, কোনো না কোনো সময়, আমি এমন কাউকে পাবো যে আমার মন খুলে বলতে পারবে। তখন, হয়তো আমার এই অভাবের জায়গা ভরাট হবে, আর আমি আবার নতুন করে শ্বাস নিতে পারবো।😊💔
2025-09-25 18:11:28