এই টু'কু জীবন তা-ও কত কাহি'নী :
যার হারায় সে-ই বোঝে হারানোর যন্ত্রণা কতোটা কষ্টের হয়…! "সবাই বলে ‘ভুলে যাও’, কিন্তু কেউ বুঝে না— হারানোটা আসলে ভোলা যায় না…! "হারানোর যন্ত্রণা চোখে দেখা যায় না, তবুও প্রতিদিন বুকের ভিতর একেকটা যুদ্ধ চলে…।। "যার ছিলো সে হারিয়েছে… আর যার ছিলাম, সে বুঝলোই না কখনো…! "হারানোর কষ্ট ঠিক সেদিনই বোঝা যায়, যেদিন আর ফিরে পাওয়ার সুযোগটা থাকে না.... "সবাই চলে যায় সময় মতো, কিন্তু ফেলে যায় এমন কিছু যা সারাজীবন তাড়া করে… "হারিয়ে গেছে সে, কিন্তু পড়ে আছে তার হাজারটা স্মৃতি… আর সেই শুলোই ভুলতে পারি নি আজোও… "হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে না, শুধু স্মৃতিগুলো রয়ে যায় যন্ত্রণার ছায়া হয়ে… "আমি তাকে হারাইনি, সে নিজেই আমাকে ছেড়ে চলে গেছে… চিরদিনের মতো… "ভালোবাসার মানুষটাই যদি কষ্টের কারণ হয়, তখন চুপ থাকা ছাড়া আর কিছু করার থাকে না…" "নিজের সবটা দিয়ে যার পাশে ছিলাম, সেই মানুষটাই আজ অন্য কারও গল্পে হাসে…" "সবাই দেখে আমি হাসছি,,,, কিন্তু কেউ দেখে না… মনটা ভেতরে ভেঙে পড়েছে…" "যাকে ভেবে ছিলাম আমার চিরকাল,,,,, সে তো সাময়িক ছিল…" "কিছু মানুষ ভুলে যায়,,,,, কিন্তু কিছু কষ্ট মন থেকে কখনো মুছে যায় না…" "ভালোবাসা তো ছিল,,,,, কিন্তু ভাগ্য ছিল না…" "যাকে ছাড়া বাঁচার কথা ভাবিনি,,,, আজ তাকেই ছাড়া বেঁচে আছি… অনেক কষ্টে, "আমি তো শুধু একটু জায়গা চেয়েছিলাম… অথচ সেই মানুষটাই আমাকে জায়গা ছাড়া সব দিলো…" "মনে হয় একা হয়ে গেছি,,,, কিন্তু আসলে কেউ কোনোদিন পাশেই ছিলই না…" "ভালোবাসা করেছিলাম মন থেকে,,,, কিন্তু আমিই ভুল করেছিলাম,,,, আর ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে..... যার চলে যায়, সে বুঝতে পারে না... কিন্তু যে হারায়, সে প্রতিটা মুহূর্তে পোড়ে... হারানোর যন্ত্রণা বলার মতো না... এটা শুধু মনে পোড়ে, চোখে নয়। সবাই ভালোবাসে, কিন্তু সবাই থাকতে পারে না... হারিয়ে গেলে কষ্ট-টাই শুধু থেকে যায়..... যার চলে যাওয়ায় তুমি ভেঙে পড়ো,,,, সে হয়তো অন্য কারো সাথে হাসছে থাকে.. হারানোর কষ্টকে শব্দে বোঝানো যায় না,,, ওটা শুধু অনুভব করা যায় নিঃশব্দে... "আমি ভালোবেসে ছিলাম,,,,, তবু তুমি কেন এমন করলা?" "মন তো আর চাইলেই বোঝানো যায় না,,, তাই হয়তো কষ্টগুলো চুপচাপ সয়ে যাই…" "হাসি মুখের পেছনেও যে কত অশ্রু লুকানো থাকে,,, তা কেবল আমি আর আমার বালিশ জানে!" "ভালোবাসা দিলাম মন খুলে, আর তুমি খেললে সেটা নিয়ে…" "তোমার অভাবে বেঁচে আছি, তোমাকে হারিয়ে আর মরার বাকি কী?" "প্রতিদিন একটু করে মরে যাচ্ছি, কেউ খেয়ালও করছে না…" "হঠাৎ করে কেউ বদলে গেলে,,, সবচেয়ে বেশি কষ্টটা তখনই লাগে!" "সবাই দেখে চলে যাওয়া,,,, কিন্তু কেউ বোঝে না,
2025-09-26 19:21:23