❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তুমি যদি কখনো ফিরে আসার কথা ভাবো, জানো আমি তখনও এখানে আছি, অপেক্ষার প্রহর গুণছি তোমার জন্য। জীবনটা যেমনই হোক, সময়ের ধারা যতই বদলে যাক, আমার অনুভূতি যেন অটুট থাকে। তোমার অভাব অনুভব করার প্রতিটা মুহূর্তে মনে হয়, হয়তো আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসবে—যেখানে আমরা হাসতাম, স্বপ্ন দেখতাম, আর একসাথে থাকতাম। আমার হৃদয়ের প্রতিটি কোণে তোমার স্মৃতির ছায়া এখনও জ্বলজ্বল করে।
ভালোবাসা মানে শুধু এখনই নয়, দূরত্বেও থাকা, সময় পেরিয়ে যাওয়া, সেই অদৃশ্য বন্ধন ধরে রাখা। আমি বিশ্বাস করি, যদি সত্যিই তোমার হৃদয়ে আমাদের সম্পর্কের কোনো জায়গা থাকে, তাহলে তুমি ফিরে আসবে। আর আমি অপেক্ষা করবো—সেই অপেক্ষা যে শুধু ধৈর্যের নয়, আশার, ভালোবাসার আর বিশ্বাসের। তুমি যদি ফিরে আসো, আমি জানি আবার নতুন করে শুরু করবো, আরো শক্তিশালী, আরো ভালোবাসায় পরিপূর্ণ।
তাই তুমি যখনই ঠিক করবে, ফিরে আসো—আমি এখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করছি, তোমার ফিরে আসার গল্পটা আবার লেখার জন্য।💔😅
2025-09-25 06:03:51