Depression 😌ডিপ্রেশন 🙂 :
একটা সময়ের পর আর চোখে জল আসে না, আর কাঁদতেও ভালো লাগে না... কারণ তখন কান্নাও ক্লান্ত হয়ে যায়।
অতিরিক্ত কষ্ট মানুষকে শুধু দুর্বল করে না, ধীরে ধীরে ভেতর থেকে খালি করে দেয়-আত্মবিশ্বাস, আনন্দ, স্বপ্ন সবকিছু একে একে মুছে যায়।
বাইরে থেকে মানুষটা হাসে, কিন্তু ভেতরে সে দিন দিন নিঃস্ব হয়ে যায়। একটা সময় আসে, সে আর কষ্টে ভাঙে না, ভাঙা কষ্টেই সে বাঁচতে শেখে!
কিছু মানুষ বেঁচে থাকে... শুধু শ্বাস নিচ্ছে বলে, আসলে তারা অনেক আগেই মরে গেছে-অতিরিক্ত কষ্টে, অতিরিক্ত উপেক্ষায়, অতিরিক্ত ভালোবাসায়।
কেউ যদি চুপচাপ হয়ে যায়, জেনে রেখো, সে আর আগের মতো নেই... কারণ অতিরিক্ত কষ্ট মানুষকে শব্দহীন করে দেয়।
আপনার কি জীবনে এমন কেউ আছে? যে হাসছে, অথচ জানেন তার ভেতরে কষ্টের পাহাড় জমে আছে? কমেন্টে লিখুন, হয়তো আপনি তার কষ্ট বুঝে পাশে দাঁড়াতে পারবেন...
2025-09-28 14:01:33