𝙷𝚁🤹♂️ 🅿🆁🅸🅽🅲🅴🤹🇧🇩 :
@𝙷𝚁🤹♂️🅿🆁🅸🅽🅲🅴🤹🇧🇩:আমার ভালোবাসা "প্রিয়া"
জানি, এই চিঠি হয়তো কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। তবুও মনে হলো আমার বুকের ভেতরে জমে থাকা সব না বলা কথাগুলো কাগজে ঢেলে দিই। হয়তো তুমি পড়বে না, হয়তো জানবেও না-তবুও লিখছি, কারণ আজও তোমাকে ভীষণভাবে মনে পড়ে।
আমি চেষ্টা করি ভুলে থাকতে, কিন্তু ভুলতে পারি না। যতই নিজেকে ব্যস্ত রাখতে চাই, রাতের নিস্তব্ধতা আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যায়। চোখ বন্ধ করলে এখনও তোমার হাসি দেখি, তোমার অভিমান ভরা চোখ দেখি, আর বুকের গভীর থেকে নিঃশ্বাস ফেলে বলি-"তুমি কোথায়?"
তুমি কি জানো, আমি আজও তোমাকে খুঁজে ফিরি? ভিড়ের মাঝে দাঁড়িয়ে কখনও মনে হয়, তুমি হঠাৎ চলে আসবে। হয়তো হাসিমুখে বলবে, "আমি আছি, আমি ফিরে এসেছি।" কিন্তু তারপর বাস্তবতা কষ্ট দিয়ে মনে করিয়ে দেয় -তুমি আর আমার জীবনে নেই।
আমাদের গল্পটা শেষ হয়ে গেছে, কিন্তু তোমার অধ্যায়টা আজও আমার হৃদয়ের ভেতরে খোলা। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসাটা বদলায়নি। হয়তো এটা আমার ভুল, হয়তো এটা আমার দোষ-তবুও সত্যিটা এটাই যে, আমি আজও তোমাকে ভালোবাসি।
রাতে আকাশের তারা দেখি আর মনে হয়, তুমি হয়তো একই আকাশের নিচে কোথাও তাকিয়ে আছো। তখন মনে হয়, দূরে থেকেও আমরা কোনো এক অদৃশ্য সুতায় বাঁধা আছি
2025-09-30 13:35:57