𝕄 ℍ 𝕄𝔸ℝ𝕌𝔽 :
যুবকদের চোখে যদি পর্দা না পড়ে, তাহলে তারা আশা করি এ সময়ে বুঝতে পারবে, কে তাদের আপন আর কে তাদের পর।
আশা করি তারা বুঝতে পারবে, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদের জন্য দিনের পর দিন নিজের অনেক কিছুই ত্যাগ করছি, আবেগকে নষ্ট করছি, টাকা নষ্ট করছি, দিনশেষে তারা কেউই আমাদের পাশে দাঁড়াবে না।
আশা করি তারা বুঝতে পারবে, দুনিয়ার এই সামান্য বিপদেই তারা আপনার পাশে দাঁড়াচ্ছে না, সেখানে তারা কেয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে? যদি কোনো উপকারেই না আসে, তাহলে কেন আমাদের সমস্ত আবেগ-ভালোবাসা, টাকা, ঘুম, সম্পর্ক সবকিছুই নষ্ট করব এদের জন্য!! এরা আমাদের আবেগের ওপর পা মাড়িয়ে টাকা কামাবে কাড়ি কাড়ি, আমাদের দেয়া ট্যাক্স থেকে এরা ভোেগ করবে রাজা-বাদশাহদের মতো, আর আমরা যখন ন্যায্য কোনো অধিকারে তাদেরকে একটু সহমত জানাতে বলব, তখন এরা উল্টো আমাদের দিকে প্রশ্নের বাণ ছুঁড়ে মারবে!
বোঝার চেষ্টা করুন, এরা স্বার্থপর। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তাহলে আমরা কেন আমাদের স্বার্থটা বুঝব না!
2025-09-30 07:45:10