༺☆Śน⊙ℝǿ𝓋☆༻ :
তোমাকে বলতে মন চায়, সারাদিনে কতবার তোমাকে মনে পড়ে, বলার ভাষা নেই। প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে আসে, চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভাসে আমার সামনে। তুমি না থাকলেও, আমার হৃদয় যেন তোমার জন্যই ধড়কে। তোমার হাসি, তোমার কথা"
তোমার চোখের সুন্দরতা সবকিছুই আমার মনে গেঁথে আছে। কখনো কখনো মনে হয়, তুমি আমার কাছে আছো, পাশেই বসো, আমার কথা শোনো। তুমি যেখানেই থাকো, আমি তোমাকে ভুলতে পারি না "
তোমার স্মৃতির ছোঁয়া ছাড়া এক মুহূর্তও আমি থাকতে পারি না। প্রতিদিন তোমাকে ভাবেই দিন শুরু হয়, তোমার কথা ভাবেই রাত শেষ হয়। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার, যা আমি কখনো ভুলবো না.."
আমার ভালোবাসা তোমার জন্য কখনো কমবে না, বরং প্রতিদিন বাড়তে থাকবে। তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ, যার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতে চাই। তোমার জন্য আমার মন সব সময় খোলা, আমার ভালোবাসা চিরকাল তোমারই জন্য থাকবে..!
2025-09-30 17:56:19