Jibon Ahamed :
মানুষ জন্ম থেকেই ভালোবাসার খোঁজে থাকে। কারো চোখে, কারো হাসিতে, কারো নীরবতায় আমরা খুঁজি সেই মানুষটাকে, যে আমাদের ভেতরের সমস্ত শূন্যতা পূর্ণ করবে। আমি আজও সিঙ্গেল, কিন্তু আমার হৃদয়ের গভীরে এক অদ্ভুত আকাঙ্ক্ষা কাজ করে—কোনো একদিন আমি হয়তো খুঁজে পাবো আমার সত্যিকারের ভালোবাসা।
রাতের নীরবতায় যখন আকাশ ভরা তারা দেখি, তখন মনে হয় কোথাও না কোথাও সেই মানুষটিও হয়তো আমাকেই খুঁজছে। হয়তো সে-ও একা, হয়তো সেও চায় একটা কাঁধ যেখানে ভর দিয়ে নিশ্চিন্তে চোখ বন্ধ করা যায়। আমি বিশ্বাস করি, ভালোবাসা কোনো খেলার নাম নয়, এটা আত্মার সংযোগ, যেখানে মনের কথা না বললেও চোখ বুঝে ফেলে সবকিছু।
কখনো মনে হয়, আমি কি সত্যিই সেই মানুষটাকে পাবো? নাকি স্বপ্ন হয়েই থেকে যাবে? তবুও আমি আশায় বাঁচি, কারণ ভালোবাসা কখনো হঠাৎ আসে, না বলে, না জানিয়ে। হয়তো কোনো একদিন, কোনো এক মুহূর্তে আমি তাকেই খুঁজে পাবো—যে আমার চোখের দিকে তাকিয়ে বুঝে যাবে আমি তাকে কতটা চাই।
2025-10-03 10:08:09