Psycho 😪 :
কাল ইনশাআল্লাহ মারা যাবো,, ২ টা গ্যাস ট্যাবলেট খেয়ে, হয়তো আমার লাশ আমার রুম থেকে বের করা হবে অর্ধ গলিত অবস্থায় যখন র্দূগন্ধ ছড়াবে চার দিকে,, আপনারা সবাই আমার এইটা ওদের কানে পৌছে দিবেন,, ওরা আমার ভালোবাসারে আমার থেকে আলাদা করছে,,,ওর পেটে থাকা বাচ্চা এমন ভাবে নষ্ট করছে যেমন করে বেশ্যার গর্বে পিতার পরিচয় হীন একটা শিশু,,ওর কোনো দোষ নাই,,আল্লাহ কেনো আমারে এত কষ্ট এই অল্প বয়সে দিলো, বাবা হারালাম ছোটকালেই,,এখন এসে সন্তান হারানোর শোক,ওরা কেনো আমার সাথে এমন করলো কারো কেনো একটুও মায়া হইলো না আমার উপর,, আজ আমি কেনো এত কষ্ট করতিছি,আমি আর নিতে পারতিছি না,,আপনারা সবাই একটু ওদের বইলেন তো কেনো ওরা আমার সাথে এমন করলো, আমার সব সুখ কেনো ওরা কেড়ে নিলো, আর আমার লাশ বের হবে গাজীপুর এর কোনো একটা জায়গা থেকে,, সবার কাছে আমার একটা অনুরোধ সবাই একটু বলবেন ওদের,,আর আমার চেহারা টা যেন কেও পোস্ট কইরেন না একটু ব্লার করে দিয়েন..ওদের দরকার ছিলো টাকা ওয়ালা জামাই, গাড়ি বাড়ি আছে এমন একটা জামাই, পালায় আচ্ছিল ও আমার কাছে, ওরা আমার থেকে কেড়ে নিছে ভাই, আমার নামে মিথ্যা অপবাদ ছড়াইছে,, এই এতিম রে কেও দয়া করলো না ভাই,,ওর বাবা রে কত করে বললাম আমাদের যেনো কখনো আলাদা কইরেন না, শুনলো না,মনের অবস্থা ভালো না ভাই কোনো কিছুই গুছিয়ে বলতে পারতিছি না, একটু বুঝে নিয়েন সবাই, থানায় মিথ্যা মামলা করছে আমি পালিয়ে আছি
2025-10-02 18:24:24