@mithi318: খুব ভালো লাগে, যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে! খুব আপন লাগে, যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয়, যে কিনা "বাদ দাও , ভালো লাগছে না" বলার পরেও বারবার কি হয়েছে? জিজ্ঞেস করে যাবে! যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি.. আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয়মানুষ ভাগ্য করেই পাওয়া যায়🖤#tiktok #trend #vairal #bangladesh🇧🇩 #typppppppppppppppppppシ