@মোঃ মুসলিম::তোমার সৌন্দর্য শুধু চোখের তৃপ্তি নয়, এ যেন এক নিপুণ শিল্পীর অনবদ্য সৃষ্টি। তোমার প্রতিটি হাসিতে ফোটে ওঠে যেন ভোরের প্রথম আলো, আর তোমার চাহনিতে লুকিয়ে আছে গভীর সমুদ্রের মায়া। তোমার রূপের দ্যুতিতে চারিদিক আলোকিত হয়ে ওঠে, আর তোমার উপস্থিতি যেন এক স্নিগ্ধ সুরের মূর্ছনা। সত্যিই, তোমার সৌন্দর্য এক অসাধারণ কাব্য, যা হৃদয় ছুঁয়ে যায়।"তোমার ঐ হরিণ কালো চোখের দিকে তাকিয়ে আমি জনম জনম কাটিয়ে দিতে পারি।আমি কবি নই, না হলে হাজার খানেক কবিতা শুধু তোমার ঐ মায়াবী চোখের জন্য লিখে রাখতাম।তোমার এই অপূর্ব হাসির প্রশংসা করার মতো আমার কাছে এত শব্দভান্ডার নেই। শুধু এতটুকুই বলবো, তোমার হাসি মাখা মুখ আমি আজীবন আমার করে রাখতে চাই।তোমার হাসির প্রশংসা করে হাজার হাজার কবিতা লিখতে ইচ্ছা করে, কিন্তু কী করবো বলো, আমি তো কবি নই, না হলে আমার সব কবিতা হতো তোমার হাসির প্রশংসা দিয়ে।আমাকে আজীবন মাতাল করে রাখার জন্য, তোমার ঐ কয়েক সেকেন্ডের মুচকি হাসি যথেষ্ট।🖤
2025-10-04 06:59:01
0
Anushka seen :
তুমি বেস্ট আপু☺️☺️☺
2025-10-03 08:39:15
0
Tiger 🐯 group :
😱😱😱
2025-10-03 08:46:38
0
Md Titu :
😳
2025-10-03 08:55:46
0
To see more videos from user @rangpur_misti, please go to the Tikwm
homepage.