Sk Ripon :
তোমাকে আমি চিরকাল মনে রাখবো। সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায়,ভূলে যাওয়া যায়,তবুও কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে -একটি নীরব অনুভূতি হয়ে।তুমি সেই মানুষ, যাকে আমি কোন দিন ভূলতে পারবো না।তোমার ভালোবাসা, তোমার উপস্থিতি, আর সেই নিঃশব্দ সহচর্য-সবকিছুই আমাকে গড়ে তুলেছে।ভালোবাসা কিভাবে অনুভব করতে হয়, তা শিখিয়েছো। আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। হয়তো আমরা একসাথে থাকবো না,হয়তো জীবনের রাস্তা আজ আমাদের আলাদা, তবুও তোমার ভালোবাসার ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। এ হৃদয়ে তুমি থেকে যাবে, অনন্তকাল, সময় পেরিয়ে গেলেও তুমি থেকে যাবে।তোমাকে পেয়ে হয়তো ভেবেছিলাম অনেক সুঃখ আমার জন্য অপেক্ষা করছে।তবে কখনও ভাবি নাই তোমার একটু একটু অবহেলা আমার জীবনটা দুঃখের এক বিশাল সমুদ্রে পাড়ি দেবে।প্রথম প্রথম ভাবতাম এই তোমার অবহেলা গুলোই হয়তো ভালোবাসা, তবে আমি ভূল ছিলাম। এভাবেও ভালোবাসা যায় আমি জানতাম না, তুমি আমাকে এভাবে অবহেলা না করলেও পারতে।যখন বুঝতে পারতে আমার জন্য তোমার ভালোবাসা ফুরিয়ে এসেছে আমাকে তোমার আর ভালো লাগছে না, এভাবে যন্ত্রনা না দিলেও পারতে।তুমি কি পারতে না একটু যত্ন নিতে? একটু মনোযোগ দিতে আমার প্রতি? আমার চাপয়া-পাওয়া কি অনেক বেশি ছিলো? তবে আর যাই হোক তুমি কোন দিন ভূলতে পারবে না আমায়,তোমার প্রতি আমার টেক-কেয়ার, ছোট ছোট আবদার,তোমার প্রতি আমার ভালোবাসা আমার স্পর্শ তুমি চাইলেও ভূলতে পারবে না।আমি তোমাকে কখনও অভিশাপ দেই নি,আর কখনও দেবও না,আমি সবসময় চাই তুমি অনেক ভালো থাকো,আমি যা পারি নাই অন্য কেউ এসে তোমার না পাওয়া ভালোবাসা স্বপ্ন সবকিছু যেনো সে পূরণ করতে পারে। তোমার জন্য শুভকামনা ও দু'আ রইলো। ভালো থেকো প্রিয়।🥺🥀
2025-10-04 02:34:48