@its_jony_92: °\\_এই শহরে এত এত মানুষ তবুও মানুষ কেন মানুষের অভাবে মরে..? মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে..? মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়..? কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাষায় অ'মৃ'ত পর্যন্ত..!! আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায়, তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবী জনশূন্য মনে হয়। নির্দিষ্ট মানুষ ছাড়া একটা দিনও এক একটা বছর মনে হয়। কারণ যাকে মন ভালোবেসে একবার আপন ভাবে, তার অভাবটা আর কাউকে দিয়ে কখনো পূরণ হয় না। তার জায়গাটা ঠিক তার মতো করেই খালি পড়ে থাকে...হাজার মুখ, হাজার হাসি থেকেও সেই একটা মুখ না থাকলে সবই ফাঁকা ফাঁকা লাগে।শুধু তার জন্যই বেঁচে থাকতে ইচ্ছে করে আবার তার না থাকার যন্ত্রণায় নিশ্বাস নিতে কষ্ট হয়। অপূর্ণতা:)🥺❤️🩹😅 #respect 😊