@sabbir_395x: তুমি থেকেই গেলেই পারতে। চলে গিয়ে কি এমন সম্রাজ্য হাসিল করে নিয়েছো? মাঝ পথে কেনোই বা একা রেখে চলে গেলে? আমারে ভালোবাসলে কি ক্ষতি হইতো? যুদ্ধ লেগে যেতো? মানুষ মরতো? তোমারে আমি ভালোবাসতাম, তোমার জন্য ফ্যামিলির বিরুদ্ধে গেলাম, সব কিছুর বিরুদ্ধে গিয়ে তোমাকে চাইলাম, তোমাকে ভালোবাসলাম । আর সেই তুমি কিনা অন্যের জন্যে আমার বিরুদ্ধে গেলে, দুঃখ একটাই তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসলে না।😅💔