@reeglobal: #fy #fyp have a good day

ReeGlobal
ReeGlobal
Open In TikTok:
Region: US
Thursday 28 August 2025 20:03:38 GMT
495
72
4
0

Music

Download

Comments

ooo2022
XXXXX21 :
That Cut is 🔥
2025-08-28 20:32:47
1
fnjersey87
🧿Jersey🪬 :
Facts
2025-08-28 22:37:27
0
fitbyjessatl
Fitbyjess :
🔥🔥
2025-08-29 00:35:45
0
itschristalgrace
Christal Grace :
❤️🔥
2025-08-28 22:00:58
0
To see more videos from user @reeglobal, please go to the Tikwm homepage.

Other Videos

“চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি  সুখে  থেকে।”  “তুমি আমার   হওনি ,  এ জন্য—আমি তোমার হতে পারলাম না।”  “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি  পাবো ।”  “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে  থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।”  “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __  “আমার  স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা,  একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।”  “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।”  “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।”  “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে   বেড়াচ্ছি।”  “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।”  “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।”  “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।”  “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।”   “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।”  “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া  তোমার জন্যই।”  “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।”  “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।”   “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।”  “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি  সারাজীবন  সুখী থাকো।”  “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”  “হয়তো আল্লাহ আমাকে তোমার জন্য বানাননি, তবুও দোয়া করি—যার জন্য বানিয়েছেন,,, সে যেনো তোমাকে কোনোদিন কাঁদায় না।”  “আমার দুনিয়াটা ভেঙে গেছে, কিন্তু তোমার দুনিয়াটা যেনো সাজানো থাকে সারাজীবন।”   “আমার কপালে অশ্রু লিখে দিলো, তবুও চাই তোমার কপালে  যেনো সুখ লেখা থাকুক।”  “তুমি আমার স্বপ্নের শেষ অধ্যায় ছিলে, কিন্তু তোমার জীবনের গল্পটা যেনো সুখের শুরুতে থেমে না যায়।”  “আমি ভেঙে গেছি , কিন্তু তোমাকে ভাঙতে চাই না; আমার কষ্টে যদি তোমার সুখ লুকিয়ে থাকে, তাহলে আমি হাসিমুখে সেই কষ্টই বয়ে নেবো।”  “আমার দুনিয়াটা তোমাকে ছাড়া অন্ধকার, তবুও চাই তোমার আকাশটা আলোয় ভরে থাকুক।”  “তুমি ছিলে আমার গল্পের শুরু আর শেষ, কিন্তু আমার গল্পটা শেষ হলো তোমাকে ছাড়া।”  “আমি তোমার হতে পারলাম না, কিন্তু আমার দোয়া, আমার কান্না— সবটাই তোমার জন্য রেখে দিলাম।” 😅❤️‍🩹😅❤️‍🩹🖤🖤 লেখক= রাহুল প্রবাসী
“চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।” “হয়তো আল্লাহ আমাকে তোমার জন্য বানাননি, তবুও দোয়া করি—যার জন্য বানিয়েছেন,,, সে যেনো তোমাকে কোনোদিন কাঁদায় না।” “আমার দুনিয়াটা ভেঙে গেছে, কিন্তু তোমার দুনিয়াটা যেনো সাজানো থাকে সারাজীবন।” “আমার কপালে অশ্রু লিখে দিলো, তবুও চাই তোমার কপালে যেনো সুখ লেখা থাকুক।” “তুমি আমার স্বপ্নের শেষ অধ্যায় ছিলে, কিন্তু তোমার জীবনের গল্পটা যেনো সুখের শুরুতে থেমে না যায়।” “আমি ভেঙে গেছি , কিন্তু তোমাকে ভাঙতে চাই না; আমার কষ্টে যদি তোমার সুখ লুকিয়ে থাকে, তাহলে আমি হাসিমুখে সেই কষ্টই বয়ে নেবো।” “আমার দুনিয়াটা তোমাকে ছাড়া অন্ধকার, তবুও চাই তোমার আকাশটা আলোয় ভরে থাকুক।” “তুমি ছিলে আমার গল্পের শুরু আর শেষ, কিন্তু আমার গল্পটা শেষ হলো তোমাকে ছাড়া।” “আমি তোমার হতে পারলাম না, কিন্তু আমার দোয়া, আমার কান্না— সবটাই তোমার জন্য রেখে দিলাম।” 😅❤️‍🩹😅❤️‍🩹🖤🖤 লেখক= রাহুল প্রবাসী "🌺😊 @___ 🥀🇲🇾 আজব ছেলে..! 🇲🇾🥀 ক্যাপশন লাগলে= কমেন্ট করুন অথবা ইনবক্সে করুন 🙂 🙂 #বাংলায়_ক্যাপশন। #sad #furyou #funny #fffffffffffyyyyyyyyyyypppppppppppp @It’s ME ANTOR ☠️ @❤️‍🩹 নষ্ট ❤️‍🩹জিবন ❤️‍🩹 @MASUD RANA @🌷Kim Suraiya🌷 @🎀𝑺𝒂𝒃𝒏𝒖𝒓🎀 @🎀🍓 নিঝুম রাতের পরি 🎀🍓

About